বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ মার্চ ২০২৪ ১৬ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সিবিআইয়ের বিরুদ্ধে সরব হলেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তিনি। তাঁর দাবি, সিবিআই তাঁর নির্বাচনী প্রচারের কাজে বাধা সৃষ্টি করেছে। তাঁকে সবার সামনে হেনস্থা করেছে। কমিশনকে একটি চিঠি দিয়ে সিবিআইয়ের গতিবিধি নিয়ন্ত্রণ করতেও বলেন মহুয়া। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মহুয়া প্রশ্ন করেছেন, ভোট ঘোষণা হওয়ার পর যখন গোটা দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরণের তল্লাশি কি আদর্শ আচরণের বিরোধী নয় ? কমিশনের কাছে তাঁর আশা। দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কীভাবে করবে তা নিয়ে কমিশন একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করে দেবে। পাশাপাশি নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন যেন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা বা প্রার্থীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করতে পারে সিবিআই, তা নিশ্চিত করবে কমিশন। যদি বিশেষ প্রয়োজন হয়, তবে তাও জারি করবে কমিশন।